জগদীশ দেবনাথ পূজন রাজস্থলীঃ
৩০ জুন ২০২৩ শুক্রবার সাবেক রাঙ্গুনিয়া রাস বিহারী ধামে উত্তর সাবেক রাঙ্গুনিয়া শ্রী শ্রী গীতা বিদ্যা নিকেতনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৮ ঘটিকা থেকে গীতা প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ৪০ টিরও অধিক গীতা স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন,, সাথে সাথে অভিভাবক সহ বিভিন্ন স্থান থেকে শত শত সনাতনী ভক্তরা উপস্থিত হয়েছেন। সকাল ১০ ঘটিকা থেকে মহতী গীতা পাঠ এবং ধর্মীয় আলোচনা শুরু হয়, একক প্রবচন দিয়েছেন শ্রীমৎ স্বামী উমানন্দ ব্রহ্মচারী।
দুপুর ১ টা হতে ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।
দুপুর ২ টা থেকে ধর্ম সম্মেলন শুরু হয়,, বিকাশ চন্দ্র কর এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠান শুভ উদ্ভোদন ঘোষণা করেন শ্রী অনিল মজুমদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতা স্কুলের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী শ্রী লিটন মজুমদার,সম্মানিত অতিথি মিল্টন মজুমদার,রাঙ্গুনিয়া ৩ নং স্বনির্ভর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব নূরুল্লা। শ্রী টিটু সেন, সেবুব্রত রায় চৌধুরী,শ্রী নির্বানীতোষ সাহা ভাস্কর,গীতা শিক্ষক শ্রী প্রেম দাস প্রভু,ইউ পি সদস্য রমেন্দ্র লাল দে,স্বামী দয়ানাথ ব্রহ্মচারী,সুপায়ন সুশীল, কাঞ্চন কান্তি দে, উুপন মজুমদার,পন্ডিত মিল্টন চক্রবর্তী প্রমুখ।বক্তারা অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি গীতা শিক্ষায় প্রেরণা জোগাতে বিভিন্ন গীতা নিয়ে আলোচনা করেন।প্রধান অতিথি লিটন মজুমদার বলেন আগামীতে বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের নিয়ে বড় করে গীতা প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং আমার বক্তিগত পক্ষ থেকে যতাযত সম্মানিত করার জন্য পুরস্কার থাকবে।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।