
চট্টগ্রাম ডেস্ক:
বাকলিয়া স্টেডিয়ামে অনুশীলনের জন্য অনুমতি দেওয়ায় ব্রাদার্স ক্রিকেট একাডেমির পক্ষ থেকে মাননীয় মেয়র জনাব রেজাউল করিম চৌধুরীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। ১৭ ডিসেম্বর শনিবার রাতে ব্রাদার্স ক্রিকেট একাডেমির এক প্রতিনিধি দল মেয়র মহোদয়ের সাথে সাক্ষাৎ করেন।এসময় মেয়র মহোদয়কে খেলাধুলার বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন
একাডেমির সিনিয়র কোচ আমিনুল। মেয়র সাহেব খেলাধুলার উপকারিতা সম্পর্কে বলেন মাদক একেবারেই নয়, খেলাধুলায় মিলবে জয়’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে ক্রমেই গতি পেয়েছে মাদকবিরোধী অভিযান। ‘জিরো টলারেন্স’ নীতিতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ সহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিৎ।

যুব সমাজকে মাদকমুক্ত ও খেলাধুলায় রাখার জন্য বিভিন্ন খেলাধুলা সামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য নিদেশ দেন মেয়র এম রেজাউল করীম চৌধুরী
উপস্থিত ছিলেন ব্রাদার্স ক্রিকেট একাডেমির কোচ রবি, হাসান, সামাদ ও খেলোয়াড় বৃন্দ।এছাড়া উপস্থিত ছিলেন অভিভাবক এর মধ্যে অলিদ চৌধুরী, খোরশেদ আলম সহ আরো অনেকে।ধন্যবাদ, মাননীয় মেয়র মহোদয় জনাব রেজাউল করিম।