নয়ন দাশ, বান্দরবান
বান্দরবানের প্রধান প্রধান সড়কের পাশে দেওয়ালে শোভা পেয়েছে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র। বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যেগে বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের দেওয়ালে পদ্মা সেতু,বান্দরবান বিশ্ববিদ্যালয়, কর্ণফুলী টানেল,বঙ্গবন্ধু সেটেলাইট,মেট্রোরেল সহ আরো বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে।এই বিষয়ে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সার্বিক সহযোগিতায় রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি বর্তমান আওয়ামীলীগ সরকার বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড সকলের কাছে তুলে ধরার জন্য বান্দরবান জেলা ছাত্র লীগের পক্ষ থেকে এই গ্রহণ করা হয়েছে।ধারাবাহিক ভাবে বান্দরবান পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হবে।তিনি আরো বলেন ছাত্রলীগের নেতাকর্মীরা শৈলী চর্চা ও সমাজসেবায় সক্রিয় ভূমিকা পালন করছে।এবং এইসব চিত্র তুলে ধরার পেছনে ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন ভাবে শ্রম দিয়ে সহযোগিতা করেছে।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির দিক নির্দেশনায় বান্দরবান জেলা ছাত্র লীগের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই চিত্র কর্ম তুলে ধরার চেষ্টা করছি। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন মূলক কর্মকান্ডে পাশে ছিল তারই ধারাবাহিকতায় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে।