
মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধি: গ্রাহকদের হয়রানির দায়ে বুধবার (১৫ নভেম্বর) দুপুরে চাটখিল পৌর শহরের আজিজ সুপার মার্কেটের ৪র্থ তলায় অবস্থিত সানলাইফ বীমা কোম্পানীর অফিস সিলগালা করা হয়েছে। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া জানান, এই বীমা কোম্পানীর অফিস দীর্ঘদিন থেকে বীমা গ্রাহকদের মেয়াদ শেষে টাকা উত্তোলন সহ বিভিন্নভাবে গ্রাহকদের হয়রানি করে আসছে। গ্রাহকদের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি এই ব্যবস্থা গ্রহন করেছেন।
এবিষয়ে জানতে চাটখিল বীমা অফিসের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস অশ্রুর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তিনি কোম্পানির প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন আগামী (৩১ ডিসেম্বরের) মধ্যে সকল বীমা গ্রাহকদের টাকা পরিশোধ করা হবে।