৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

চাটখিল নরমাল ডেলিভারী হাসপাতালের ভুল চিকিৎসায় নবজাতক হত্যার অভিযোগ

অভিযোগ
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২২
চাটখিল নরমাল ডেলিভারী হাসপাতালের ভুল চিকিৎসায় নবজাতক হত্যার অভিযোগ

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিলের’চাটখিল নরমাল ডেলিভারী হাসপাতালের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছে। নিহত নবজাতকের মায়ের অঙ্গহানির অভিযোগ উঠেছে। শনিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটায় ‘ এক সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীর নবজাতকের পিতা মোঃ শাহ নেওয়াজ এসব অভিযোগ করেন।অভিযোগে মোঃ শাহ নেওয়াজ বলেন, বিগত (১৮ নভেম্বর) ২০২২ তারিখ সকাল ৯টা ৩০মিনিটের সময় আমার স্ত্রী রিমা আক্তারকে চাটখিলস্থ নরমাল ডেলিভারি হাসপাতালে ভর্তি করানো হয়। আমাদের অনুমতি ছাড়া তারা সকাল ৯ টা ৫০ মিনিটের সময় আমার স্ত্রীকে অপারেশন থিয়েটারে প্রবেশ করায় এবং বিকেল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত তাকে চিকিৎসার নামে আভ্যন্তরীণভাবে জখম ও অঙ্গহানী করে এবং আমার নবজাতক শিশুটিকে হত্যা করে। এমতাবস্থায় আমার স্ত্রীকে আমার ও আমাদের পরিবারের অনুমতি ছাড়াই পার্শ্ববর্তী একটি প্রাইভেট হাসপাতালে পাঠায়। তারা ভর্তি করতে রাজি না হওয়ায় আমার স্ত্রীকে মাইজদী নেওয়ার জন্য পরামর্শ দেয়। তারা নরমাল ডেলিভারির নামে অদক্ষ নার্স দিয়ে ভুল ভাবে ডেলিভারির চেষ্টার নামে সময় নষ্ট করায় এবং টানা হেঁচড়ার কারণে আমার সন্তানের মৃত্যু হয়।’তারা রোগীর ক্ষয়ক্ষতি ও সন্তান হত্যার জন্য বিচার প্রার্থনা করে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের কাছেও লিখিত অভিযোগও দাখিল করেন বলেও জানান। হাসপাতালের ভাইস-চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, অভিযোগ অস্বীকার করে বলেন, তাদেরকে স্বাভাবিক চিকিৎসাই দেওয়া হয়েছে। ঘটনার এতোদিন পরে এসে উদ্দেশ্য প্রণোদিত হয়েই তাঁরা এমন অভিযোগ করে থাকতে পারেন।

Please Share This Post in Your Social Media
June 2023
T W T F S S M
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930