৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শেরপুর মাদক সন্ত্রাস ডেঙ্গু ইভটিজিং ও বাল্য বিবাহ বিরোধী ও  পুজা উদযাপন সময়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষ্টিত 

অভিযোগ
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০১৯
শেরপুর মাদক সন্ত্রাস ডেঙ্গু ইভটিজিং ও বাল্য বিবাহ বিরোধী ও  পুজা উদযাপন সময়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষ্টিত 

 

বগুড়া প্রতিনিধি :বগুড়ার শেরপুর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের আয়োজনে মাদক সন্ত্রাস ডেঙ্গু ইভটিজিং ও বাল্য বিবাহ বিরোধী সমাবেশ ও পুজা উদযাপন সময়ের আইনশৃঙ্খলা বিষয়মত বিনিময় অনুণ্ঠিত হয়েছে।২২ সেপ্টেম্বর রোজ রবিবার বিকেল ৩ ঘটিকায় শেরপুর থানা কমপ্লেক্স চত্বরে এ সমাবেশ অনুষ্টিহ হয়। এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।
জানা যায়, শেরপুর উপজেলাকে ইতিমধ্যে মাদক মুক্ত ঘোষনা করা হয়েছে। এর পরেও যেন কেউ মাদক ব্যবসায় জড়িত না হতে পারে সে বিষয়ে সকল শ্রেণীর মানুষকে সজাগ থাকার আহবান জানানো হয়। উক্ত অনুষ্ঠানে সন্ত্রাস ,ডেঙ্গু ইভটিজিং ও বাল্য বিবাহ বিরোধী সমাজ সচেতনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন বক্তারা । সেই সাথে পুলিশের পক্ষ থেকে পুজা উদযাপনের সময় আইন শৃঙ্খলার পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সে বিষয়ে মতবিনিময় করেন।
শেরপুর থানা পুলিশ অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.গাজিউর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি ও কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো. আব্দুর রহমান ,শেরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ তদন্ত বুলবুল ইসলাম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটিং পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাড. তোজাম্মেল হক, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামীলিগের সহসভাপতি আলহাজ্ব সাইফুল বারী ডাবলু, শহর আওয়ামীলিগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পুজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ ,কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহীন প্রমুখ । পরিচালনা করেন সাব ইন্সপেক্টার আব্দুল গফুর।

Please Share This Post in Your Social Media
September 2024
T W T F S S M
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930