মো:শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল)
টাংগাইলের সদর থানাধীন করটিয়া থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক। টাংগাইল সদর থানা অফিসার ইনচার্জ, পিপিএম মোহাম্মদ আবু ছালাম এর নির্দেশে সদর থানার এস আই মোঃ সোহেল মিয়া, টাঙ্গাইল সদর থানা, সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়া এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ১২/০৯/২০২৩ তারিখ রাত্রী ০১.২৫ ঘটিকার সময় টাঙ্গাইল সদর থানাধীন করটিয়া ইউপিস্থ করটিয়া চরপাড়া হাট বাইপাস সংলগ্ন আব্দুল মিয়ার গোডাউনের পশ্চিম পাশে পাকা রাস্তার পাশে কতিপয় ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে সমাবেত হইয়া অবস্থানকালে আসামী ১। ইয়াছিন দেওয়ান (৩৮) ২। মোঃ রনি আহমেদ (৩৯), ৩। মোঃ শুভ মিয়া (২৯), দেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরবর্তীতে তাহাদের থেকে ২টি স্টীলের চাপাতী, ১টি স্টীলের ছুরি উদ্ধার করা হয়। তাদের সুনির্দিষ্ট কোন পেশা নাই। ডাকাতি ও ছিনতাই করিয়া জীবিকা নিবার্হ করিয়া থাকে। ধৃত আসামীরা অজ্ঞাতনামা পলাতক আসামীদের নিয়া ঘটনাস্থলে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি নিয়া একত্রে সমবেত হয়েছিল। আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারার অপরাধ করায় টাঙ্গাইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। বিভিন্ন থানায় ধৃত আসামী ১। ইয়াছিন দেওয়ান এর বিরুদ্ধে চুরি ছিনতাইসহ ০৩টি মামলা রয়েছে, ২। মোঃ রনি আহমেদ এর বিরুদ্ধে ছিনতাই ও মাদকসহ ০৫টি মামলা রয়েছে, ৩। মোঃ শুভ মিয়া এর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির ০১টি মামলা রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হইয়াছে। এতে এলাকায় জন-সাধরণের মধ্যে স্বস্তি বিরাজ করছে।