১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

যুদ্ধ বন্ধে জিনপিংকে পুতিনের ওপর চাপ দেয়ার আহ্বান

অভিযোগ
প্রকাশিত মার্চ ২১, ২০২৩
যুদ্ধ বন্ধে জিনপিংকে পুতিনের ওপর চাপ দেয়ার আহ্বান

যুদ্ধ বন্ধে জিনপিংকে পুতিনের ওপর চাপ দেয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। চীনা প্রেসিডেন্টের মস্কো সফরের মধ্যে সোমবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ আহ্বান জানান হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কারবি। এদিন এক সংবাদ সম্মেলনে জন কারবি বলেন, ওয়াশিংটন উদ্বিগ্ন এই ভেবে যে, জিনপিং পুতিনকে যুদ্ধবিরতির জন্য চাপ দিতে পারেন। সেক্ষেত্রে রুশ বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে থেকে যাবে। এদিকে ইউক্রেন বলেছে, ইউক্রেন নিয়ে যেকোনো শান্তি পরিকল্পনার ক্ষেত্রে পুরো ইউক্রেন ভূখণ্ডকে অবশ্যই রাশিয়ার সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়টি থাকতে হবে। সোমবার (২০ মার্চ) ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা ওলেকসি দানিলভ এ কথা বলেন। দানিলভ বলেন, যুদ্ধ বন্ধে চীন যে শান্তি প্রস্তাব দিয়েছে তার বাস্তবায়নের ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডগত ঐক্য থাকতে হবে। সোমবার (২০ মার্চ) রাশিয়া সফর শুরু করেছেন চীনা প্রেসিডেন্ট জিনপিং। এদিন রাজধানী মস্কোর ভনুকোভা বিমানবন্দরে তাকে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট পুতিন। এ সময় চীনা প্রেসিডেন্টকে তিনি জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে বেইজিংয়ের প্রস্তাবগুলো আলোচনা করতে প্রস্তুত তিনি।
পুতিন বলেন, যেকোনো আলোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত। গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো মস্কো সফর করছেন জিনপিং। যুদ্ধ বন্ধে সম্প্রতি ১২ দফা শান্তি প্রস্তাব দিয়েছে বেইজিং। জিনপিংকে উদ্দেশ করে পুতিন বলেন, নিশ্চিতভাবেই আমরা আপনার উদ্যোগগুলোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। স্থানীয় সময় বিকেলে পুতিনের সঙ্গে পুতিনের আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে। শি জিনপিং বলেন, রাশিয়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেবে। তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে এই সফর ফলপ্রসূ হবে এবং চীন-রাশিয়ান সম্পর্কে সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে নতুন গতি দেবে। এছাড়া রাশিয়াকে ভালো প্রতিবেশী ও বিশ্বস্ত অংশীদা হিসেবে বর্ণনা করেছেন শি জিনপিং। চীনা প্রেসিডেন্টের মস্কো সফর গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এই সফর নিয়ে ইতোমধ্যে বক্তব্য-বিবৃতি দেয়া শুরু করেছেন পশ্চিমা নেতারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সতর্ক করে বলেছেন, চীন সমর্থন করে রাশিয়ার এমন কোনো কৌশলে প্রতারিত হবেন না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। এমন অবস্থায় জিনপিংয়ের রাশিয়া সফর মানে ইউক্রেনে নৃশংসতার জন্য মস্কোকে জবাবদিহি করা উচিত বলে মনে করে না চীন। ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, “চীন বা অন্য কোনো দেশের সমর্থিত রাশিয়ার কোনো কৌশলগত পদক্ষেপে বিশ্বের বোকা বনা উচিত হবে না।

Please Share This Post in Your Social Media
April 2024
T W T F S S M
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30