১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

যুদ্ধ বন্ধে জিনপিংকে পুতিনের ওপর চাপ দেয়ার আহ্বান

অভিযোগ
প্রকাশিত মার্চ ২১, ২০২৩
যুদ্ধ বন্ধে জিনপিংকে পুতিনের ওপর চাপ দেয়ার আহ্বান

যুদ্ধ বন্ধে জিনপিংকে পুতিনের ওপর চাপ দেয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। চীনা প্রেসিডেন্টের মস্কো সফরের মধ্যে সোমবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ আহ্বান জানান হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কারবি। এদিন এক সংবাদ সম্মেলনে জন কারবি বলেন, ওয়াশিংটন উদ্বিগ্ন এই ভেবে যে, জিনপিং পুতিনকে যুদ্ধবিরতির জন্য চাপ দিতে পারেন। সেক্ষেত্রে রুশ বাহিনী ইউক্রেনের ভূখণ্ডে থেকে যাবে। এদিকে ইউক্রেন বলেছে, ইউক্রেন নিয়ে যেকোনো শান্তি পরিকল্পনার ক্ষেত্রে পুরো ইউক্রেন ভূখণ্ডকে অবশ্যই রাশিয়ার সেনাবাহিনী প্রত্যাহারের বিষয়টি থাকতে হবে। সোমবার (২০ মার্চ) ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা ওলেকসি দানিলভ এ কথা বলেন। দানিলভ বলেন, যুদ্ধ বন্ধে চীন যে শান্তি প্রস্তাব দিয়েছে তার বাস্তবায়নের ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডগত ঐক্য থাকতে হবে। সোমবার (২০ মার্চ) রাশিয়া সফর শুরু করেছেন চীনা প্রেসিডেন্ট জিনপিং। এদিন রাজধানী মস্কোর ভনুকোভা বিমানবন্দরে তাকে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট পুতিন। এ সময় চীনা প্রেসিডেন্টকে তিনি জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে বেইজিংয়ের প্রস্তাবগুলো আলোচনা করতে প্রস্তুত তিনি।
পুতিন বলেন, যেকোনো আলোচনার জন্য আমরা সবসময় উন্মুক্ত। গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর প্রথমবারের মতো মস্কো সফর করছেন জিনপিং। যুদ্ধ বন্ধে সম্প্রতি ১২ দফা শান্তি প্রস্তাব দিয়েছে বেইজিং। জিনপিংকে উদ্দেশ করে পুতিন বলেন, নিশ্চিতভাবেই আমরা আপনার উদ্যোগগুলোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। স্থানীয় সময় বিকেলে পুতিনের সঙ্গে পুতিনের আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে। শি জিনপিং বলেন, রাশিয়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেবে। তিনি আরও বলেন, আমি নিশ্চিত যে এই সফর ফলপ্রসূ হবে এবং চীন-রাশিয়ান সম্পর্কে সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে নতুন গতি দেবে। এছাড়া রাশিয়াকে ভালো প্রতিবেশী ও বিশ্বস্ত অংশীদা হিসেবে বর্ণনা করেছেন শি জিনপিং। চীনা প্রেসিডেন্টের মস্কো সফর গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এই সফর নিয়ে ইতোমধ্যে বক্তব্য-বিবৃতি দেয়া শুরু করেছেন পশ্চিমা নেতারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সতর্ক করে বলেছেন, চীন সমর্থন করে রাশিয়ার এমন কোনো কৌশলে প্রতারিত হবেন না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি। এমন অবস্থায় জিনপিংয়ের রাশিয়া সফর মানে ইউক্রেনে নৃশংসতার জন্য মস্কোকে জবাবদিহি করা উচিত বলে মনে করে না চীন। ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, “চীন বা অন্য কোনো দেশের সমর্থিত রাশিয়ার কোনো কৌশলগত পদক্ষেপে বিশ্বের বোকা বনা উচিত হবে না।

Please Share This Post in Your Social Media
June 2023
T W T F S S M
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

নাগরপুরে নদী ভাঙন এলাকায় পথ সভা করলেন পানি সম্পদ উপউপ -মন্ত্রী মোঃ শফিকুল ইসলাম সবুজ (টাঙ্গাইল) টাংগাইলের নাগরপুরে নদী ভাঙন এলাকা পরিদর্শন ও পথ সভা করলেন পানি সম্পদ উপ- মন্ত্রী একে এম এনামুল হক শামীম। নাগরপুরের সলিমাবাদ ইউনিয়ন নদী ভাঙনের কারণে ভিটেমাটি হারা মানুষের উদ্দেশ্য পানি সম্পদ উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, নদী ভাঙ্গনের কবল থেকে মানুষকে রক্ষা করতে যা যা করার দরকার তার সবই করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দিয়ে দেয়া হয়েছে। ইতিমধ্যে তারা কাজও শুরু করছে। তিনি আজ সিরাজগঞ্জ চৌহালী উপজেলার খাষ পুখুরিয়া হতে চর-সলিমাবদ পর্যন্ত যমুনা নদীর বামতীরের ভাঙ্গন হতে রক্ষাকল্পে নদী তীর সংরক্ষন” শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন কালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে মত-বিনিময় সভায় এ কথা বলেন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ার আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর মহাপরিচালক মোঃ রমজান আলী প্রামানিক, টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুর রহিম সুজন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জান, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদুল ইসলাম (অপু), গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামছুল হকসহ থানা আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যাযের ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।