
সোহাগ হাওলাদার, বরগুনা জেলা প্রতিনিধিঃ-
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ফরাজী গত বুধবার ভোর রাত ৩ টায় নিজ বাসায় ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহে…….রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী- ও ২ পুত্র রেখে গেছেন।
গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিবিচিনির দেশান্তরকাঠির দরগির চর বাজারে নামাজে জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা জয়ানাল আবেদিনের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার প্রদান করা হয়। শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
নামাযে জানাযায় বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, পরিদর্শক (তদন্ত) মো. ফেরদৌস আলমসহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহণ করেন।