
জাহিদুল ইসলামঃ গাইবান্ধা জেলা প্রতিনিধি:হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই দম্পতি ও ইয়াবা সিন্ডিকেটকারীর হোতা সহ ৭ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
বুধবার (২৬ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আনোয়ার হোসেন জানান, মাদক বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুহাড়াপাড়া ও রায়ভাগ এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় ৭ জনকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃতেদর বিরুেদ্ধ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের রায়হান কবির বাবু (৩০) ও তার স্ত্রী সাহানাজ খাতুন (২০), ঢাকা মিরপুরের আমিনুল (৩৬), রায়হান (২৩), তার স্ত্রী রুবিনা খাতুন (২৫)। এছাড়াও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার রাসেল (২৬) এবং রংপুরের জুলেখা (৫৫)।