হেলাল আহমদ, লেবানন প্রতিনিধিঃতেল গ্যাস বিদ্যুৎ ও অর্থনৈতিক সংকটে মুখে লেবাননে চলছে তীব্র আন্দোলন। রাস্তা অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তেজনা বিরাজ করছে লেবাননে সর্বত্র। ১৭ অক্টোবর রাতে ধেকে শুরু হওয়া আন্দোল এখনো চলছে।
লেবাননের গণমাধ্যমে দেয়া বক্তব্যে আন্দোলনকারীরা বলেন, লেবানিজরা মাত্র ৪শত ডলারে ১২ ঘন্টা ডিউটি করে, এর সিরিয়ানরা ৬-৭শত ডলার বেতনে কাজ করেন। লেবানিজরা অনেকে খাবার পাচ্ছে না, রাস্তা পাশে ডাস্টবিন থেকে ময়লা কুড়িয়ে খাচ্ছে, আর সিরিয়ানরা লেবানন থেকে কামিয়ে লেবাননের টাকা তাদের দেশে নিয়ে যাচ্ছে।
আলন্দোনকারীরা আরো বলেন, লেবানিজদের চাকরী করতে হলে নথিপত্র নিয়ে অফিসে অফিসে ঘুরতে হয় আর সিরিয়ানরা গেলেই চাকরী হয়ে যায়। পাশাপাশি লেবাননের বড় বড় কাল কারখানা থেকে লেবানিজদের সরিয়ে দিয়ে সিরিয়ানসহ আজনবীদের চাকরী দিচ্ছে বলেইও অভিযোগ করেন তারা।
লেবানন সরকার হয় এসকল সমস্যার সমাধান করবে না হয় তাদের ক্ষমতা ছেড়ে চলে যাবার দাবি জানান আন্দোলনকারীরা। তাদের দাবি পূরন না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।
প্রবাসী বাংলাদেশীদের উপর এ আন্দোলনের তেমন কোন প্রভাব পরবে না বলে জানান দূতাবাস কতৃপক্ষ। তবে আন্দোলন চলাকালীন প্রবাসী বাংলাদেশীদের সতর্কতার সাথে চলাফেরা করার পরামর্শ দেয়া হয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.