Sharing is caring!
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে রোজ বুধবার সদর ইউনিয়নের বোয়ালিয়া সুইজ ঘাট বাজারে কর্মীসভা ও কমিটি সংস্কারের কাজ করা হয় বলে যানাযায়।
সংগঠনটি সরকারের পাশাপাশি ইলিশ রক্ষায় জেলেদের স্বচেতনতা বৃদ্ধির ও অবৈধ জেলে কার্ড ব্যাবহারের না করার লক্ষে ইউনিয়ন ভিত্তিক সভা-সমাবেশের মাধ্যমে কাজ করে চলছে।
প্রকৃত অসহায় জেলাদেরকে সংগঠনের আওতায় নিয়ে আশা ও ইলিশ ঝাটকা নিধনের সুফল-কুফল এবং প্রয়োজনিতা নিয়ে আলোচনার মাধ্যমে সরকারের মহৎ উদ্দিশ্যকে শতভাগ বাস্থবায়নে কাজ করছে উদ্ধেকতারা।
এবিষয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, জেলা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা টিটো, গলাচিপা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, প্রধান বক্তা হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ ও ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মোঃধলা মাঝি, সাধারন সম্পাদক মোঃ নুরসাইদ মাতুব্বর, সহ-সভাপতি মোঃ শাহজাহান মাতুব্বর, ও আলমাছ হোসেন সহ ইউনিয়নের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।