Sharing is caring!
মনজুরুল ইসলাম :- যুবলীগ থেকে বহিষ্কৃত দক্ষিণের সভাপতি ক্যাসিনো সম্রাটের মুক্তির দাবিতে রাজধানী ঢাকার দেয়ালে-দেয়ালে পোস্টার লাগিয়েছে তার কর্মী-সমর্থিতকরা। গত দু’দিনে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে ঢাকার দেয়ালে দেয়ালে এই পোস্টর শোভা পাচ্ছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিন ক্যাসিনো সম্রাটের পোস্টার দেখা যায়। প্রায় অর্ধ লক্ষ পোস্টার দেয়ালে সাটানো হয়েছে বলে জানান এক কর্মী।
যদিও আটক ইসমাইল চৌধুরী সম্রাটকে আজ দশ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। গত ৬ অক্টোবর ভোর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আটক করা হয় তাকে।