পুনম শাহরীয়ার ঋতুঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে মহাকাশ বিজ্ঞান বিভাগ চালু করতে কমিটি গঠন করা হয়েছে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে অ্যাকাডেমিক কাউন্সিলের ৯০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ তথ্য জানিয়ে বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বলেন, একই সভায় অসদুপায় অবলম্বনের জন্য কলেজ শিক্ষককে শাস্তি প্রদান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন অধিভুক্ত কলেজসমূহে পদায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, সভায় মহাকাশ বিজ্ঞান বিভাগ চালুর জন্য ফিজিবিলিটি স্টাডি করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমানকে আহ্বায়ক করে তিনজন ডিন ও একজন বিষয় বিশেষজ্ঞসহ কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া কলেজ অধ্যক্ষের স্বাক্ষর জাল করে ছুটি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এম ফিল প্রোগ্রামে ভর্তি হওয়ার দায়ে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজের প্রভাষক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের রেজিস্ট্রেশন বাতিল এবং আজীবনের জন্য তাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সকল প্রকার কর্মকাণ্ড থেকে নিভৃত রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অধিকতর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য কলেজ পরিচালনা কমিটি ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশিকে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যেসব কলেজে শিক্ষক স্বল্পতা রয়েছে, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের পদায়নের মাধ্যমে পাঠদান কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহাম্মদ হাছান বাবু, প্রফেসর ড. মশিউর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনসহ ৩৮ জন একাডেমিক কাউন্সিলের সদস্য উপস্থিত ছিলেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.