অভিযোগ ডেস্ক :
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, এ সময় স্পিকার রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের সামগ্রিক কার্যক্রম বিশেষ করে ১১ জুন শুরু হওয়া ২০১৯-২০ অর্থবছরের আসন্ন বাজেট অধিবেশন সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ১৩ জুন সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এ সময় রাষ্ট্রপ্রধান সংসদে উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ জাতীয় সংসদের সামগ্রিক কার্যক্রমের জন্য ড. শিরীন শারমিন চৌধুরীকেও ধন্যবাদ জানান। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.