_____হেদায়তুননেসা রিমু____
বুকের জমিনে হচ্ছে এখন
চাষা-মাটির আলাপ,
অবুঝ মনে ফুটেছে সবে-
সদ্য প্রেমের গোলাপ।
প্রেমের জোয়ারে ভেসে মন
দূর দিগন্তে দেবে পাড়ি,
দুটি মনের ভালোবাসার আলিঙ্গন -
ভাটিতে না বইবে তরী।
হৃদয়ের গহীনে পাঁজরের ভাঁজে
বইছে অথৈ প্রেমের ঢেউ,
মনের সাথে মনের বিনিময় -
কি করে বুঝবে অন্য কেউ।
চোখের ভাষা চোখেই বুঝে
ভালোবাসার পরিধি কতটা?
বাম ধারে টিকটিক আওয়াজে-
নীরবে স্পন্দিত হও যতটা।
হৃদয়ের আঙিনায় তোমার বসবাস
প্রতিনিয়ত ফলছে প্রেমের ফসল,
ভালোবাসার ক্রেতা তুমি বলে-
তোমাতেই আমার সর্বস্ব সকল।
বিশ্বাসে বিচরণ করছো আমার
বুকে বেঁধেছো ভালোবাসার ঘর,
নিঃশ্বাসে জড়িয়ে আছো তুমি -
মিশে থেকে সারা জনম ভর।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.