২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাভারের হেমায়েতপুরে দুটি বেকারীতে র‌্যাবের অভিযান

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৯
সাভারের হেমায়েতপুরে দুটি বেকারীতে র‌্যাবের অভিযান

Sharing is caring!

মনজুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি:

সাভারে হেমায়েতপুরের সুইচটেক্স এ ইসলামিয়া ব্রেড এন্ড বিস্কুট কারখানা এবং হেমায়েতপুর হরিণধরায় টেনারি মোড়ে সেভেনস্টার বেকারী তে র‌্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালায়, এ সময় র‌্যাব এই দুই কারখানা থেকে মালিক পক্ষের ৫ জন কে আটক করে এবং উভয় কারখানার মালিক কে ৫ লক্ষ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত ! ইসলাম বেকারী থেকে আটক কৃতরা হলেন বেকারী ম্যানেজার মোঃ মিনহাজুল ইসলাম (২৫) পিতাঃকবিরুল ইসলাম ,মোঃরাছেল(২২)পিতা :মুসা মোল্লা, মোঃরাছেল মিয়া পিতাঃবাবুল মিয়া,

এবং সেভেনস্টার বেকারী থেকে ২জন কে আটক করা হয় এরা হলেন মালিক মোঃ সোহেল আহমেদ(৩২), পিতাঃমৃত আঃ মালেক মিয়া,
ম্যানেজার মোঃহেলাল খান(৩৩) পিতাঃআরশেদ খান। ইসলামিয়া ব্রেড এন্ড বিস্কুট কারখানা টি
৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলমাস হোসেনের দায়িত্বে রেখে সিলগালা করে দেওয়া হয়।

বেকারী গুলোতে অস্বাস্থকর পরিবেশে নিম্নমানের ও মেয়াদহীন খাবার তৈরি করা হতো, পচা সিড়া, ডিম, মেয়াদ বিহীন ডালডা,তেল,ঘি ইত্যাদি দিয়ে বিভিন্ন প্রকার বিস্কুট,চানাচুর,কেক, সহ নানান কিছু তৈরি করা হতো । বিএসটিআই অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে উক্ত বেকারির মালিকগণ এধরনের পণ্য তৈরী ও বাজারজাত করে আসছিলো !