Sharing is caring!
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি: গত ২৪/০৫/২০১৯ ইং তারিখে বাংলাদেশ আওয়ামীলীগ ২নং ইউনিটি ১৩নং পাহাড়তলি ওয়ার্ড কতৃক ইফতার মাহফিলে ১৩ নংওয়ার্ড আওয়ামীলীগ অথ’ বিষক সম্পাদক মোঃ রাহাত আলম এর সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি আবু বক্ক,এই সময় বক্তব্য রাখেন চট্রগ্রাম মহানগর যুব লীগ সদস্যা আবুবকর, যুব লীগ নেতা মোস্তফা আমীর,দুলাল আরো বক্তব্য রাখেন ১৩ নং আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম।এই সময় দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।এই সব কিছু ত্বতাবধণ করেন ১৩ওয়ার্ড কাউন্সিল জনাব মোহাম্মদ হোসেন হীরণ।