
রাজিব হোসেন সুজন, বরিশাল ব্যুরো প্রধানঃ আমার ভাই মরলো কেন? বিচার চাই-বিচার চাই, এমন স্লোগান নিয়ে আজ সকাল ১০:০০ টার দিকে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি, পটুয়াখালী জেলা এর উদ্যোগে মেধাবী তরুণ ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জনসমাবেশে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাধারণ জনগণ, প্রশাসন সহ বিভিন্ন চ্যানেল ও পত্রিকার সংবাদকর্মীরা।
জনসমাবেশে বক্তৃতায় বক্তারা উল্লেখ করেন, শুধুমাত্র ফেইসবুকে পানি নিয়ে ভারত বিরোধী একটি স্টাটাসের জন্য ৮ ঘন্টা পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের মেধাবী তরুণ ছাত্র আবরার ফাহাদকে। অন্যদিকে অন্যায় ভাবে আটক করে রাখা হয়েছে বেগম খালেদা জিয়া’কে। আমরা আবরার হত্যার বিচার চাই, সাথে বেগম খালেদা জিয়াকে নিঃশর্তে মুক্তি চাই।