★ সোহাগী খাতুন ★
হাত ছাড়া সম্পদ ফিরে আসে শ্রমে,
মাফ পাই কোনো কাজ যদি হয় ভ্রমে।
তবে কেন শিশুকাল আসে না'ক ফিরে?
আফসোসে মন পুড়ে সেই কাল ঘিরে?
আসে না'ক ফিরে সখি?খেলে না'ক খেলা?
স্মৃতিগুলো মনে হলে হেসে করে হেলা?
কেন প্রভু পাই না'ক ফিরে সেই কাল?
যাকে সুতা ভেবে নিয়ে বুনে রাখা জাল।
প্রেম করে সবে বলে যুগ যুগ ধরে -
রবে তারা এক সাথে আজীবন ভরে।
একজন ব্যথা পেলে আর জন পুড়ে,
ভালোবাসা দুটি মনে বেধে রাখে কুঁড়ে।
তবু কেন একদিন ভেঙে যায় মন?
মানিতে সে চাই না যে ছিল প্রিয় জন?
সে একটা হৃদয়ের ভালোবাসা নিয়ে,
তার থেকে বহুগুণ দুখ যায় দিয়ে।
প্রতিবারে ফিরে আসে ফাগুন যে কত!
আসে না'ক প্রিয় সখা চেয়ে থাকে শত।
কেন আর হয় না'ক সেই সেই মিল?
আর কেন কাঁদে না'ক দুজনার দিল?
কুমারীর মনটাকে করে নিতে জয়,
মিথ্যাকে কাছে টেনে অভিনয় হয়।
ভাবলেই বুক ভাসে সেই প্রিয় কথা,
কীভাবে সে ভুলে গিয়ে দিয়ে গেল ব্যথা?
পতিতার বড় কথা সতী আছে খাঁটি,
প্রেমিকার পাপ জানি খুড়ে ফেলে মাটি।
কেন তারা কলঙ্ক মেখে যায় দূরে?
লাজ কেন নাই তার আসে না'ক ঘুরে?
বিধি যদি ফিরে দিত সেই শিশু কাল!
মুছে দিত মানবের দুর্দশা হাল!
রচনাঃ১৭-০৯-২০১৯ইং মাত্রাবৃত্তঃ৪+৪+৪+২।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.