Sharing is caring!
____হেদায়তুননেসা রিমু____
হৃদয়ের তাজা রক্ত যখন
কলমের কালি হয়,
বুকের বাম ধার তখন
ডায়েরি হয়ে যায়।
ভিতরের ক্ষত বাড়তে থাকে
শিরা উপশিরায় কাটে আঁচড়,
অলিন্দে চলে গোলা বারুদ
ভাঙে বুকের কঠিন পাঁজর।
রক্তের দ্বারা শাণিত কলম
আর্তনাদে কাঁদে ডায়েরি
কষ্টের উপর কষ্ট দিয়ে-
অনেকের জীবন তৈরী।