---> সোহাগী খাতুন <---
দয়াময় জানি মানুষের তরে কত বাণী,মহাজন পাঠিয়েছে আজীবন;
তাদের শিক্ষা,মানবতাবোধ,সহিষ্ণুতার বোধ,
বেইমানী ছেড়ে করে অনাচার রোধ।
তবে কেন আজ সেই বোধ রেখে অত্যাচারী মানুষ
আত্মস্বার্থে বিভোর শাসক নীতিকে করে ফানুস?
অর্মের প্রতি অসহিষ্ণুর মনোভাব পুষে রাখে,
বিনাশ করতে অপর পক্ষ প্রশাসন এসে হাঁকে?
তাদের ধর্মে বাণীর শিক্ষা গিয়েছে কি সব মুছে?
মানুষের লোহু চুষে!
সৃষ্টির সেরা শ্রেষ্ঠ মানুষ বুদ্ধি,বিবেক,মানী,
সকল সৃষ্টি বুৃঝে নিতে তাই গড়েছে মানুষ জ্ঞানী।
তবে কেন আজ মায়ের সামনে কেটে পিষে ছেলে মারে?
পিতার সামনে যুবতী মেয়ের সম্মান কেন কাড়ে?
বৃদ্ধ মায়ের অবলম্বন সোনার ছেলেকে নাশে,
নতুন বধূ্কে তুলে নিয়ে কেন রং তামাশায় হাসে?
আল্লাহ দয়াময়;
এই কি শ্রেষ্ঠ মানুষের পরিচয়?
অত্যাচারীর ভয়ে ভয়ে লোক লুকায় মাটির তালে,
হারানো বিষাদ,জলের তৃষ্ণা,কথা আটকায় গলে',
ক্ষুধার্ত শিশু চিৎকার করে মায়ে মুখ টিপে ধরে,
চাতকের দল রাইফেল কাঁধে শুনে যদি এসে পড়ে।
সারাক্ষণ ভয়ে চোখ থাকে টলমলে ;
কখন না জানি শকুনের দল বন করে জ্বলজ্বলে!
প্রতিবাদ করে পড়ে থাকে লাশ পশু খাই ছিড়ে ছিড়ে,
মাছরাঙা যেন ঠিকরিয়ে থাকে পাহারা ও দেয় ঘিরে।
বিশ্ববাসীরা সতর্ক হও জেগে দেখ চারিদিক,
নিপীড়িত যাঁরা তোমাদের মতো মানুষ তারাও ঠিক।
একে অন্যের ভাই ভাই হয়ে বাড়াও নিজের হাত,
নিজের বিপদ ভেবে কাঁধে রাখ কাঁধ।
রচনাঃ১১-১০-২০১৯ইং
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.