৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গ্রীনলাইফ ব্লাডফাউন্ডেশনের উদ্যোগে মিললো মাত্র ২ টাকায় আহার!

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০১৯
গ্রীনলাইফ ব্লাডফাউন্ডেশনের উদ্যোগে মিললো মাত্র ২ টাকায় আহার!

Sharing is caring!

 

পুনম শাহরীয়ার ঋতুঃমাত্র ২ টাকায় আহার! শুধু আহার নয় ‘পেট ভরে আহার’। এই আহার চলে খোলা আকাশের নীচে কিংবা স্টেশনের প্লাটফর্মে। এদের কেউ অভুক্ত থাকে সারারাত, কেউবা আরো বেশি। ‘২ টাকায় পেট ভরে খাই’ এমন শ্লোগানে ওদের কেউ খুশিতে আত্মহারা, কেউবা আবার খাবার দেখে নিঃসংকোচে দৌড়িয়ে লাইনে এসে দাঁড়ায়। ১০ অক্টোবর (বৃহস্পতিবার ) ঠিক এমনি দৃশ্যায়ন ঘটে ময়মনসিংহ মহানগরের রেল স্টেশনের ১নং প্লাটফর্মে । এতে গরিব, অসহায়, পথের মানুষ ও পথ শিশুদের নিয়ে ২ টাকায় পেট ভরে খাই।

“ ২ টাকার খাবার গ্রীন লাইফ ফাউন্ডেশনের ব্যানারে এমন মহতি কার্যক্রমের আয়োজন করেন ময়মনসিংহ গ্রীন লাইফ ফাউন্ডেশনের, ময়মনসিংহ । ময়মনসিংহ বিভাগে প্রথমবারের মতো তাদের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এতে প্রায় শতাধিক পথশিশু, বৃদ্ধ ও পথের মানুষের এক মিলনমেলার সমাগম ঘটে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ২ টাকার খাবার শুভ উদ্বোধণ করেন এ এইচ এম লোকমান হোসেন (যুগ্ম সচিব),অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ময়মনসিংহ বিভাগ।অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে এ রকম মহতি উদ্যোগে সকলে স্বাগত জানানো উচিত। আজকে আমাকে এ মহতি অনুষ্ঠানে অতিথি করা জন্য গ্রীন লাইফ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানায় ।

আসলে এ উদ্যোগটা যারা নিয়েছেন তাদের এই মহতি উদ্যোগে মাধ্যমে সকলে মুখে খাবার তুলে দিতে পারবে ও বঙ্গবন্ধু সোনার বাংলার গড়ার জন্য অগ্রনি ভূমিকা পালন করবে তরুনরা। মহতি এ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবর্তন চাই বিভাগীয় সমন্বয়ক নজরুল ইসলাম জুয়েল ও ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি সভাপতি প্লাবন গ্রীন লাইফ ব্লাড ফাউন্ডেশন এর উপদেষ্ঠা মেহেদি হাসান আপন, সহ আরোও অনেকই। আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় রিপোর্টাস ক্লাব এর সাংগঠনিক সম্পাদক মফিদুল ইসলাম লাভলু, দপ্তর সম্পাদক এনামুল হক ছোটন, সংস্কৃতিক সম্পাদক সেলিম মিয়া। সঞ্জিবন এর প্রতিষ্ঠাতা ফাহিম মন্ডল, ছাত্রলীগ নেতা রবিউল বাসার সাদ্দাম, গ্রীণ লাইফ ব্লাড ফাউন্ডেশন এর সদস্য রোবায়েত হুসাইন,রিমন খান,রাইসুল ইসলাম ইমন,তরিকুল ইসলাম রিয়াদ,নিশাত তলফদার সৌরভ,সুমন,মাসুদ পারভেজ, উজ্জল, স্বনা আক্তার, কূমরুন নাহার রেখা,তানভীর,রবিন,সানজিদা আজাদ,মিমলা সরকার,সোহান আজমেরী,খায়রুল ইসলাম সাধীন,মুন্না,হাফিজুল ইসলাম, সিদরাতুল মুনতাহা,মাহিন, সাস্পা,জাকিয়া,দীনা,সানজিদাব, ,রোকসানা পারভীন,রাইতুন জামান,সেমাসহ প্রমুখ।