২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় পল্লীবিদুৎ এর ফিলারের কাঠ জব্দ করেন পুলিশ

admin
প্রকাশিত অক্টোবর ৯, ২০১৯
নেত্রকোনায় পল্লীবিদুৎ এর ফিলারের কাঠ জব্দ করেন পুলিশ

Sharing is caring!

 

তানজিলা আক্তার রুবি ঃ

নেত্রকোনা জেলা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকা থেকে ৮ ই অক্টোবরে সন্ধ্যা ৭.৩০ মিনিটেে পল্লী বিদুৎ এর ৩ ফুট ফিলারের কাঠসহ গাড়ি হাজেরা, স, মিল থেকে জব্দ করেন এবং ২ জন কে আটক করেন। হাজেরা ” স” মিল মালিক আইন উদ্দিন ওরফে লাল মিয়া। পরিবর্তিতে এই মিল ভাড়া দেয় দুলাল মিয়া, কামাল মিয়া, আবুল হাসেম তাং কাছে । আটক ব্যক্তি হল ” স ” মিলের মালিক আবুল হোসেন ও কর্মচারি রুহুল মিয়া।
গ্রেপ্তার করে নিয়ে যায় সদর থানায়। এমন ঘটনা আরও হয়েছে বলে জানা যায়। পল্লী বিদুৎ এর ঠিকাদার ও আরও কয়েকজন লোক এ সিন্ডিকেটের এর সহযোগীতায় করে থাকেন।।
এই মিলের বিদ্যুৎ লাইন কেটে দিয়ে যায় পল্লী বিদুৎ অফিস থেকে। তদন্ত করার জন্য ডিবি পুলিশের হাতে দেওয়া হয়।
পল্লী বিদুৎ এর জিএম মজিবুর রহমান বলেন, সঠিক তদন্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হবে । ডিবি পুলিশ তদন্ত করে কারা এর সাথে জড়িত আছে তা বের করতে হবে।