Sharing is caring!
ফকির হাসান :- দীর্ঘদিন ছিলেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত সেকেন্ড অফিসার। ক্লু বিহীন অনেক মামলার মূল রহস্যের উদঘাটন করে প্রশংসা ও পিপিএম সম্মাননা অর্জন করেছেন।
প্রায় দুই বছরের অধিক সময় জগন্নাথপুর থানায় দায়িত্ব পালনের পর গতকাল ছাথক থানায় যোগদানের প্রথম দিনই ওসি মোস্তফা কামাল এর নির্দেশনায় এস এস আই শাহজামাল ও সাহাব উদ্দিন সহ ফোর্সদের সাথে নিয়ে গ্রেফতার করেন সিএনজি চোর চক্রের হোতা রাজপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে সেলিম মিয়া(২৭)। এবং তার কাছ থেকে উদ্ধার করেন চোরাই কৃত দুইটি সিএনজি।
এ ব্যাপারে এস আই হাবিবুর রহমান পিপিএম অভিযোগ কে বলেন আমি চাকুরী জীবনের শুরু থেকেই যে থানায় কাজ করেছি চেষ্টা করি সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার।
আমি গতকাল এই থানায় যোগদান করেছি, ইনশাআল্লাহ অত্র থানাধীন সর্বসাধারণের মনে জায়গা করার মত কাজ করে যাব।এজন্য প্রয়োজন সবার সহযোগিতা।এবং এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল অত্যন্ত ভালো মনের মানুষ। আশা করি তার পরামর্শে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম হবো।