করিম বিয়ানীবাজার থেকে:: দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার (৬ জুন) দেশে পবিত্র ঈদুর ফিতর উদযাপিত হবে।
মঙ্গলবার (৪ জুন) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ইসলামে সাম্যের সৌন্দর্য নিয়ে ঈদে ধনী-গরিব, নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন।
এদিকে, মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রচ্যের অনেক দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয় মুসলমানদের হিজরি বর্ষপঞ্জি। সূর্যোদয়ের মধ্য দিয়ে শুরু হয় দিনের গণনা। হিজরি বর্ষপঞ্জিতে চাঁদ দেখার ওপর নির্ভর করে একটি মাস ২৯ দিন বা ৩০ দিনের হয়। মাসের ২৯ দিনে চাঁদ দেখা গেলে মাসটি শেষ হয়ে যায়। এদিকে, ২৯ দিনের দিন চাঁদ দেখা না গেলে সে মাসে ৩০ দিন পূর্ণ হবে। পৃথিবীজুড়ে মুসলমানরা হিজরি বর্ষপঞ্জি অনুসারে ধর্মীয় দিবস ও উৎসব উদযাপন করে।
হিজরি বর্ষপঞ্জি অনুসারে রমজান মাসের পর শাওয়াল মাস। রমজানে রোজা রাখেন মুসলমানরা, এ মাস শেষে শাওয়াল মাসের প্রথম দিনে ঈদের উৎসব উদযাপন করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭ টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯ টায়, চতুর্থ জামাত সকাল ১০ টায় এবং পঞ্চম (শেষ জামাত) সকাল ১০ টা ৪৫টা মিনিটে অনুষ্ঠিত হবে।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.