Sharing is caring!
ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।
সৌদি আরবে বিভিন্ন স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
দেশটির সুপ্রিম কোর্ট সোমবার এ ঘোষণা দেয়।
আরব নিউজের খবরে বলা হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানে সোমবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই মঙ্গলবার দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।
এদিকে, সৌদি আরবে নেওয়া হয়েছে ঈদ উদযাপনের প্রস্তুতি। মসজিদুল হারাম মক্কা, মসজিদে নববিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা। এছাড়াও রাজধানী রিয়াদে ঈদের নামাজের জন্য তৈরি রাখা হচ্ছে ৬৬০টি মসজিদ। ৩৩টি খোলা স্থানে নামাজের ব্যবস্থা করা হবে।