২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পটুয়াখালীর দুমকিতে স্বারদীয় দূর্গাপূজাঁর আনন্দে মেতেছে সনাতন ধর্মীরা

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০১৯
পটুয়াখালীর দুমকিতে স্বারদীয় দূর্গাপূজাঁর আনন্দে মেতেছে সনাতন ধর্মীরা

Sharing is caring!

 

ইউ এইচ সুমা, দুমকী (পটুয়াখালী) :
পটুয়াখালীর দুমকিতে বেশ কিছুদিন ধরে ইউনিটে আয়োজিত হচ্ছে শ্রী শ্রী দূর্গা পূজার সবাই মেতে উঠেছে মা দূর্গার আগমন উৎসবে
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধার্মিয় উৎসব শ্রী শ্রী দূর্গা পূজা উৎসবমূখর আয়োজনের জন্য মন্ডপগুলোতে ব‍্যপক ভাবে আয়োজন চলছে।
কাঁদা মাটি দিয়ে শৈল্পিকছোয়ায় কারিগরা তৈরি করেছেন দেবী দুর্গার প্রতিমাগুলো ও মন্ডপের সাজ সজ্জার মধ্যে দিয়ে ব‍্যস্ত সময় পার করছেন আয়জক কমিটিবৃন্দ।
বিরতিহীন ভাবে কাজ করার কারণে ইতোমধ্যে অনেক মন্ডপের কাজ প্রায় শেষের দিকে।
এর মধ্যে নজর কেড়েনেয় শ্রী শ্রী কালী মন্দির, শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দির, শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তু, সর্বজনীন শ্রী শ্রী হরি মন্দির।
মন্ডপের এক সূত্র জানায় বিগত বছরের তুলনায় এবার প্রতিমাগুলোর সাজ সজ্জা অনেক আকর্ষণীয় ও মনোমুগ্ধকর।
এবং তারা আরও জানান যে মন্ডপগুলোতে নিরাপত্তার জন্য প্রসাশনিক সকল সহযোগিতা পাচ্ছেন তারা।