সিফাতুল্লাহ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :-
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দর এলাকায় বিভিন্ন গুদামে অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি গুদাম থেকে ২৮২ বস্তা পেঁয়াজ জব্দ করা হয়। এরপর সেসব পেঁয়াজ স্থানীয়দের মধ্যে স্বাভাবিক বাজারমূল্যে বিক্রি করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিনব্যাপী স্থলবন্দরের বাইরে বালিয়াদিঘী এলাকার ১২টি পেঁয়াজের গুদামে অভিযান চালায় পুলিশ।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সোনামসজিদ বন্দর এলাকায় পুলিশের কয়েকটি দল বিভিন্ন পেঁয়াজের আড়তে অভিযান চালায়। এ সময় অধিকাংশ গুদাম ছিল পেঁয়াজশূন্য। তবে লোক দেখানোর জন্য ১০-২০ কেজি করে পেঁয়াজ মেঝেতে রাখা হয়েছিল।
এরপর আতাউর রহমান সনুর মালিকানাধীন মের্সাস আশিফ এন্টারপ্রাইজের দুইটি গুদামে অভিযান চালিয়ে একটিতে ১৩০ বস্তা এবং অন্যটিতে ১৫২ বস্তা পেঁয়াজ জব্দ করা হয়।
এদিকে, এ অভিযানের পর পেঁয়াজ নেওয়ার জন্য স্থানীয়দের মধ্যে উৎসাহ বেড়ে যায়।
স্থানীয় পেঁয়াজ ক্রেতা এমদাদুল বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান চালানোর জন্য অনেকেই ১০০ টাকার পেঁয়াজ ৬০ টাকায় কিনতে পারলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম জানান, সোনামসজিদ এলাকার সবকটি পেঁয়াজের গুদামে অভিযান চালিয়ে আতাউরের দুইটি গুদামে পেঁয়াজের সন্ধান পাওয়া যায়। অভিযান শেষে জব্দকৃত ২৮২ বস্তা পেঁয়াজ স্থানীয়দের মধ্যে বাজার দরে বিক্রি করা হয়।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.