২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আমাদের আছে সাম্প্রদায়িক সম্পৃতি -ওসি আব্দুল হাই

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০১৯
আমাদের আছে সাম্প্রদায়িক সম্পৃতি -ওসি আব্দুল হাই

Sharing is caring!

 

সোহেল চৌধুরী রানা, নওগাঁ জেলা প্রতিনিধি: দূর্গাপূজা এক সর্বভারতীয় উৎসব যা প্রত্যেক বছর খুবই আনন্দের সাথে পালন করা হয়। দূর্গা পূজা, হিন্দু সম্প্রদায়ি দের প্রধান উৎসব হিসাবে পালন করা হয়। ছোট বড় সকলের জন্য এই পূজা খুবই আনন্দের হয়ে থাকে। ঢাকের তালে আর শিউলী ফুলের মিষ্টি গন্ধে পুরো বাংলা সহ সম্পূর্ণ ভারতে দূর্গা পূজার হওয়া বইতে থাকে। মহালয়া থেকে শুরু করে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমী তে মণ্ডপে মণ্ডপে দূর্গা পূজার জমজমাট আর আনন্দে মেতে ওঠা বাঙালীদের দেখতে পাওয়া যায়। ২০১৯ আসন্ন শারদীয় শুভেচ্ছা জানিয়ে নওগাঁ সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাই নিউটন বলেন,আমাদের আছে সম্পদায়িক সম্পৃতি, হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব র্দূগা পূজা। ইসলাম ধর্মের বড় দুটি উৎসব দুই ঈদ সেখানে উৎসবে সামিল হয় হিন্দুরাও ঠিক তেমনি র্দূগা পূজার উৎসবে মসলমান রাও আনন্দ উপভোগ করে থাকেন। মাননীয় খাদ্যমন্ত্রী মহদয় বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন এদেশে ধর্ম যার যার উৎসব সবার। ওসি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের উদ্দেশে বলেন, আপনারা নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন কমিটির মাধ্যমে জরুরি মুহূর্তে জেনারেটর রাখা, স্বেচ্ছাসেবক বাহিনী গঠন, নারী-পুরুষ আলাদা লাইনে প্রবেশ ও বাহিরের ব্যবস্থা করা, সম্ভব হলে সিসিটিভি স্থাপন করা, প্রতিটি মন্ডপে আগুন নিয়ন্ত্রক সিলিন্ডার রাখুন। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আজান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার অনুরোধ করেছেন ওসি আব্দুল হাই।