মোঃজাহান জেব কুদরতী, বাগেরহাটঃ সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা গত ২৮ সেপ্টেম্বর শুভ মহালয়ার মাধ্যমে শুরু এবং শেষ হবে ০৮ অক্টোবার বিজয়া দশমীর মাধ্যমে।সনাতন শাস্ত্রমতে মা দূর্গা দেবী এবার ঘোটক/ঘোড়ায় চড়ে আগমন ও প্রস্থান করবেন।মা দূর্গা দেবীর ঘোড়ায় আগমন ধর্মবিজ্ঞ ও ধর্ম সংষ্কারক(হিন্দু)দের মতে - *ছত্র ভংগ*। বিশেষতঃ প্রাকৃতিক বড় দূর্যোগের আশংকা।শুধু তাই নয়-পারিবারিক,সামাজিক,রাজনৈতিক দূর্ঘটনার সমুহ সম্ভাবনা সহ যুদ্ধ বিগ্রহে ব্যাপক প্রান নাশের আশংকা বিরাজমান।
সনাতন ধর্মের এই বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনের জন্য দক্ষিন এশিয়া তথা সমগ্র এশিয়া মহাদেশ তথা বিশ্বের সর্ববৃহৎ পূজা মন্ডপ বাগেরহাট জেলা সদর উপজেলার চুলকাটি সংলগ্ন হাকিমপুর গ্রামের *শিকদার* বাড়ীতে ব্যক্তি উদ্যোগে তৈরীমান।যা রীতিমতো ধর্মমত নির্বিশেষে খানিকটা গর্বেরও বটে। গত ৬ মাস পূর্বহতে ২০ জন ভাস্কর ৭৫১ টি মূর্তি তৈরীর এ চ্যালেন্জিং মহা দায়িত্ব নিয়ে সমাপ্তও করেছেন যথা সময়ে।যেখানে দেশী বিদেশী লক্ষ লক্ষ নারী পুরুষের সমাগম ঘটবে।অনেকটা *ধর্ম যার যার,উৎসব সবার* এ মতাদর্শে।রয়েছেন কয়েক স্তরের আইন শৃংখলা বাহিনী সচেস্ট,ক্লোজ সার্কিট ক্যামেরা ও নিরপত্তাজনিত মোবাইল নং।
ধর্ম মত নির্বিশেষে সকলেই আছেন ফুর ফুরে মেজাজে। আঁকছেন প্লান, করছেন জল্পনা-কল্পনা।কখন কি করবেন,যাবেন,কিনবেন,খাবেন,ঘুরবেন ইত্যাদি ইত্যাদি।
সকলকে উক্ত পূজা মন্ডপ পরিদর্শনের জন্য পূজা উদযাপন কমিটি সনির্বন্ধ অনুরোধ করেছেন।।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.