মনজুরুল ইসলাম ,ঢাকা জেলা প্রতিনিধিঃ
সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় রোকসানা কেমিক্যাল ওয়ার্ক নামের একটি অনুমোদনবিহীন ও নকল কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি কারখানা থেকে ডলফিন, সুপার কিং, তুলশী পাতা, নিম, সুপার ফাইটার, ইন্ডুমেক্সসহ প্রায় ২০টি বিভিন্ন ব্র্যান্ডের কয়েল তৈরির মালামাল ও আলামত জব্দ করা হয়। এসময় ওই কারখানার চার জনকে এক মাস করে কারাদন্ড প্রদান করেন এবং সেই সাথে কারখানার বিশ লক্ষ টাকার নকল কয়েল ধ্বংস ও কারখানাটি সিলগালা করে দেয়া হয়। কারাদন্ড প্রাপ্তরা হলো- সাইফুদ্দিন (৩৩), রুবেল (২৪), মিজান (৪৪), শেখ ফরিদ (২৫)। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাজধানীর মিরপুর ১ নম্বর কো-অপারেটিভ মার্কেটের একটি গোডাউনে এই নকল কয়েলের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে ফরিদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেয়া সূত্র ধরে সাভারে অভিযান চালানো হয়। যেখানে জায়গা ভাড়া নিয়ে আনিসুর রহমান নামের এক ব্যক্তি কারখানাটিতে একই কয়েল প্রায় ২০টি বিভিন্ন ব্যান্ডের নামে মোড়কজাত করে বিক্রি করে আসছিলো। এসব কয়েল মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। পাশাপাশি এই কারখানা ও কয়েলের কোন ধরনের নিবন্ধন ও অনুমোদন নেই। অভিযুক্ত কারখানার মালিক আনিসুর রহমানকে পাওয়া যায়নি। তাই তাকে সহ আরও যারা জাড়িত রয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার কথাও জানান তিনি।
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.