১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ভোলায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে ই-এডুকেশন এবং টেলিমেডিসিন এর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০১৯
ভোলায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে ই-এডুকেশন এবং টেলিমেডিসিন এর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

Sharing is caring!

 

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
বুধবার ভোলার চরফ্যাসন উপজেলার বিচ্ছিন্ন দূর্গম জনপদ চর নিউলিন, মজিব নগর নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে ই-এডুকেশন এবং টেলিমেডিসিন এর কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভোলার চরফ্যাসনের মুজিব নগর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানান, চরফ্যাশন উপজেলায় বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত ইউনিয়ন মুজিবনগর এর একটি বিচ্ছিন্ন দ্বীপ চর নিউলিন। এ চরের প্রায় ১৫ হাজার মানুষ টেলিমেডিসিন ও ই এডুকেশন সেবার সুবিধা ভোগ করবেন।