২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় ঔষধ কারখানা মালিককে ৩ মাসের জেল, ১৫ লাখ টাকা জরিমানা

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০১৯
আশুলিয়ায় ঔষধ কারখানা মালিককে ৩ মাসের জেল, ১৫ লাখ টাকা জরিমানা

Sharing is caring!

 

জরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় অনুমোদনহীন গবাদিপশুর ঔষধ তৈরি ও সরবরাহের অভিযোগে অ্যাডভান্স নিউট্রিশন লিমিটেড নামের একটি কাঁরখানায় অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার কাঠগড়ার দুর্গাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন। এসময় কারখানাটির মালিক লাবু মিয়াকে (৫০) তিন মাসের জেল ও ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।
র‍্যাব জানায়, মাত্র কয়েকটি ঔষধের অনুমোদন নিয়ে তারা ৮০টি গবাদিপশুর ঔষধ উৎপাদন ও সরবরাহ করে আসছিলো। এছাড়া এখানে অনুমোদনহীন এন্টিবায়োটিক উৎপাদন করে তা বাজারজাত করে আসছিলো। এন্টিবায়োটিক ব্যবহার করা পশুর মাংস মানুষের মারাত্মকভাবে ক্ষতিকর। এই কারখানার ল্যাব আছে কিন্তু সেখানে কোন রকম পরীক্ষা নিরীক্ষা করা হতো না।
র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। অনুমোদনহীন এন্টিবায়োটিক ও গবাদিপশুর বিভিন্ন ঔষধ উৎপাদন করে বাজারজাত করার জন্য প্রতিষ্ঠানটির মালিককে ৩ মাসের জেল, ১৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের জেল দেওয়া হয়েছে