লেখক কবিঃ শোভা রাণী বিশ্বাস
জীবনে কখনও যারা
কাদা দেখো নাই,
যদি দেখো চলে এসো
আমাদের গাঁয়।
চকচক করে কাদা
যতদূর চোখ যায়,
দেখে চোখ জুড়াবেই
শতভাগ বলে যাই।
বর্ষা এলে পরে
সাথী হয় ঘর যে,
বেরোবে যে বাইরে
তার পথ নেই রে।
স্কুলে যাবে সব
তার পথ বন্ধ,
লেখাপড়া শিকে তুলে
হয়ে থাকে অন্ধ।
রান্নার হাঁড়ী গুলো
জ্বলে না কোন ঘরে,
জ্বলবে কি করে হায়
সবকিছু বাজারে।
বাজারে পাওয়ার পর
সওদা যে আনবে,
তারপর বউটা যে
বসে বসে রাধবে।
আশা নিয়ে বেরিয়ে যে
বসে থাকে নিরাশায়,
ভিজে যায় চোখ তার
দুরাশার কান্নায়।
রাস্তার মাপ এসে
নিয়ে যায় কতজন,
আশাতে যে বাঁধে বুক
গ্রামের জনগন।
সময়টা পার হয়ে
যায় কভু এভাবে,
সমস্যা রয়ে যায়
রীতিমতো সেভাবে।
রাস্তাটা পাকা হবে
একদিন হয়ত,
কষ্টের দিন আর
বেশি দিন নয়ত।
রচনাকালঃ২৯ শে সেপ্টেম্বর ১৯ইং
শরৎকাল,ফরিদপুর
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.