Sharing is caring!
লেখক কবিঃ শোভা রাণী বিশ্বাস
জীবনে কখনও যারা
কাদা দেখো নাই,
যদি দেখো চলে এসো
আমাদের গাঁয়।
চকচক করে কাদা
যতদূর চোখ যায়,
দেখে চোখ জুড়াবেই
শতভাগ বলে যাই।
বর্ষা এলে পরে
সাথী হয় ঘর যে,
বেরোবে যে বাইরে
তার পথ নেই রে।
স্কুলে যাবে সব
তার পথ বন্ধ,
লেখাপড়া শিকে তুলে
হয়ে থাকে অন্ধ।
রান্নার হাঁড়ী গুলো
জ্বলে না কোন ঘরে,
জ্বলবে কি করে হায়
সবকিছু বাজারে।
বাজারে পাওয়ার পর
সওদা যে আনবে,
তারপর বউটা যে
বসে বসে রাধবে।
আশা নিয়ে বেরিয়ে যে
বসে থাকে নিরাশায়,
ভিজে যায় চোখ তার
দুরাশার কান্নায়।
রাস্তার মাপ এসে
নিয়ে যায় কতজন,
আশাতে যে বাঁধে বুক
গ্রামের জনগন।
সময়টা পার হয়ে
যায় কভু এভাবে,
সমস্যা রয়ে যায়
রীতিমতো সেভাবে।
রাস্তাটা পাকা হবে
একদিন হয়ত,
কষ্টের দিন আর
বেশি দিন নয়ত।
রচনাকালঃ২৯ শে সেপ্টেম্বর ১৯ইং
শরৎকাল,ফরিদপুর