Sharing is caring!

মুহাঃআরাফাত হোসাইন জিহাদ
আজ নেই যার বিত্ত,যে অন্য ভৃত্য
অবহেলিত সেজন একালে নিত্য
অনটনে সে টাকার
পেতে দায় অধিকার
দু লোচনা হয় তার
অশ্রুশিক্ত
জালিমের জুলুমে সে হয় যে তিক্ত।।
আজ চাকুরীর জন্য যেজন যোগ্য
সেজন যে পায় না তা,পায় অযোগ্য
চাকুরী দেয়ার নীতি
গায় শুধু ঘুষ গীতি
ঘুষ অভিনব রীতি
মানে না যোগ্য
আজিকে হেলিত তাই ধনহীন যোগ্য।।