১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রমজান, ১৪৪৬ হিজরি

অবহেলিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০১৯
অবহেলিত

Sharing is caring!

মুহাঃআরাফাত হোসাইন জিহাদ

আজ নেই যার বিত্ত,যে অন্য ভৃত্য
অবহেলিত সেজন একালে নিত্য
অনটনে সে টাকার
পেতে দায় অধিকার
দু লোচনা হয় তার
অশ্রুশিক্ত
জালিমের জুলুমে সে হয় যে তিক্ত।।

আজ চাকুরীর জন্য যেজন যোগ্য
সেজন যে পায় না তা,পায় অযোগ্য
চাকুরী দেয়ার নীতি
গায় শুধু ঘুষ গীতি
ঘুষ অভিনব রীতি
মানে না যোগ্য
আজিকে হেলিত তাই ধনহীন যোগ্য।।