ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের চলমান মাদক বিরোধী পৃথক ২টি অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়া ও শিবগঞ্জ উপজেলার হরিনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ীর মৃত সাইফুল ইসলামের ছেলে ভূট্টো রহমান (২৫) ও শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বড় হাদিনগর গ্রামের মো. আবু বক্কর এর ছেলে মো. কবির হোসেন (২৮)।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার হরিনগর গ্রামস্থ পিরতলা মোড়ে অভিযান চালিয়ে ১৪৫ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল সেট, ২টি সীমকার্ড, ১টি মেমোারী কার্ড, ১টি অটোরিকশা ও নগদ-৩ হাজার ৮’শ টাকা সহ চাঁপাইনবাবগঞ্জের মাদক ব্যবসায়ী মোঃ কবির হোসেনকে আটক করে।
এছাড়া রাত ৮টার দিকে সদর উপজেলার লালাপাড়ায় অভিযান চালিয়ে ভূট্টো আলীকে ২’শ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.