Sharing is caring!
(শোভা রাণী বিশ্বাস)
সাংবাদিকতা মহান পেশা
সর্বলোকে জানে,
দেশ- বিদেশের খবরা-খবর
এরাই খুজে আনে।
সকাল থেকে রাত অবধি
একটি আশাই মনে,
ঘটে যাওয়া ঘটনাগুলো
জানবে প্রতিজনে।
সেই আশাতে বেরিয়ে পড়া
দুর্গমগীরি পথে,
যে পথেরই সাথী হয়ে
কেউ থাকে না সাথে।
সত্যকথা ছাপতে গিয়েও
বিপদ চারিপাশ,
অপরাধী হুমকি যে দেয়
পড়বে তারই লাশ।
ভয়ভীতি আর হুমকিতে ভয়
পায়না সাংবাদিক,
কর্তব্যে সদাই থাকে
নৈতিকতায় ঠিক।
প্রাণের মায়া তুচ্ছ করে
লক্ষ্য, পথে চলা,
কলমটাকে সঙ্গী করে
সত্য কথা বলা।
তাই বলে যাই লাঞ্চনা নয়
বাড়িয়ে দিও হাত,
তবেই দুঃখের দিন পেরিয়ে
আসবে সুখের রাত।