মোঃ আল ফয়সাল অনিক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়া ডিগ্রি কলেজের অনার্স ভবনে জানালার গ্রীলে বৈদ্যুতিক শকের অভিযোগ ঐ কলেজের শিক্ষার্থীদের। এর
ফলে ঘটে যেতে পারে যে কোন বড় ধরনের মর্মান্তিক দূর্ঘটনা। কলেজ কর্তৃপক্ষ জেনে শুনেও নীরব ভূমিকা পালন করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার সকালেও অনার্স ভবনে কলেজের অভ্যন্তরীন ১১৩নং রুমে জানালার গ্রীলে বৈদ্যুতিক শকে এক পরীক্ষার্থী আহত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উক্ত ভবনে উচ্চ মাধ্যমিক শ্রেণির পরীক্ষা চলছিল।
এসময় রানা, সেতু সহ একাধিক পরীক্ষার্থী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঘটনাটি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ কে তাৎক্ষনিক জানালে তিনি ক্ষিপ্ত হয়ে বলে আমার কলেজের শিক্ষার্থীরা
আপনাদের(সাংবাদিক)জানাবে কেন? আমাকে এই বিষয়ে কেউ অবহিত করেনাই! কিন্তু অধ্যক্ষ কক্ষে উপস্থিত অফিস সহকারী রেজাউল করিম অধ্যক্ষকে বলেন স্যার আমরা আপনাকে বিষয়টি আগে জানিয়েছিলাম। পরে অধ্যক্ষ উক্ত ভবনের বিদ্যুত লাইন বন্ধ করে দিয়ে ভবনটি পরিদর্শণ করেন।
এ সময় তিনি প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস দেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, গত ডিগ্রি পরীক্ষার সময় হতে শিক্ষার্থীরা শক খেয়ে আসছিল।আমাদের শিক্ষকরাও কয়েকজন এই ঘটনার শিকার। বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.