মোঃআব্দুল্লাহ,গোয়াইনঘাট প্রতিনিধি :
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার জাফলং মোহাম্মদপুর এলাকার দুলাল মিয়ার বাড়ী থেকে একটি স্কুল ব্যাগে ভর্তি বিভিন্ন রকমের কাপড়ের লেইস দিয়ে সেলাই করা হেরোইনের প্যাকেট এবং কসটেপ, সেলাই মেশিনসহ বিপুল পরিমান সরঞ্জাদিসহ ৩ জনকে হাতেনাতে আ'ট'ক করা হয়েছে।সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের তত্ত্বাবধানে ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়, এস আই মুহিবুর রহমান, এস আই যিশু দত্ত, এ এস আই রাজিব রায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ কেজি হেরোইনসহ ৩ জনকে আটক করতে সক্ষম হন।আটক কৃতরা হলো পশ্চিম লাখের পাড় গ্রামের আব্দুস শহীদ এর পুত্র আব্দুল মালিক লিটন (৩৫), গাইবান্ধা জেলার আলীরবাজার মাছের ভিটা গ্রামের আমজাদ হোসেনের পুত্র মাসুম আহমদ (২৯), ভাউরভাগ গ্রামের সুবল ব্যানার্জির পুত্র সোহেল ব্যানার্জি (৩০)।এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ কোটি টাকার হেরোইনসহ ৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট’র পু'লিশ সুপার মো. ফরিদ উদ্দিন মাদক, হেরোইন, ফেনসিডিল সহ সকল প্রকার অপ'রাধ দুরিকরণে জিরো টলারেন্সে রয়েছেন। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাটে নিয়মিত মাধক বিরোধী অ'ভিযান অব্যাহত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.