মোঃ উজ্জল হোসেন : আবহাওয়ার পরিবর্তন জনিত কারনে লালমনিরহাটে বেড়েছে ভাইরাস জ্বর প্রাদুর্ভাব|ঘরে ঘরে দেখা দিয়েছে ভাইরাস জ্বরের রোগী|আক্তাত্রে শীর্য শিশু ও বৃদ্ধরা| জানা গেছে,গত ১৫ দিন ভ্যাপ্সা গরম শেষে গত সপ্তাহ থেকে গুড়ি বৃষ্টি দমক বাতাস ঠান্ডা অনুভব হওয়ার অনেকেই জ্বরে আক্তান্ত হয়ে পড়েছেন|আদিতমারি উপজেলা নামুড়ী গ্রামে কলেজ ছাত্রী ফেরদৌসি বেগম জানান,তাদের পরিবারে ৫ সদসে্যর সকলেই জ্বর ও পাতলা পায়খানায় ভুগছেন গোটা দুই দিন ধরে|ঔধষ সেবন করে ও কোন সুফল পাচ্ছে না|চিকিৎসকয়া জানান ভাইরাস জ্বর নুন্যতম ৪/৫ দিন লাগবে সেরে উঠতে|লালমনিরহাট পৌরসভার বাসিন্দা সরকারি গাড়ি চালান আজিজুল ইসলাম ইসলাম জানান,টানা তিন ধরে তিনিসহ তার পরিবার জ্বর ভুগেছেন|মাথাসহ পুরো শরীর ব্যাথা করে এবং শরীরে তাপমাত্রা বেড়ে যার|সাথে থাকে সদ্দি ও কাশি|শুধু তার পরিবার নয়|তাদের পাড়ার অনেক বাসায় প্রাদুভার্ব বেড়েছে|
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.