২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আদিতমারি লালমনিরহাটে ভাইরাস জ্বরে প্রাদুভার্ব

admin
প্রকাশিত জুন ৩, ২০১৯
আদিতমারি লালমনিরহাটে ভাইরাস জ্বরে প্রাদুভার্ব

Sharing is caring!

মোঃ উজ্জল হোসেন : আবহাওয়ার পরিবর্তন জনিত কারনে লালমনিরহাটে বেড়েছে ভাইরাস জ্বর প্রাদুর্ভাব|ঘরে ঘরে দেখা দিয়েছে ভাইরাস জ্বরের রোগী|আক্তাত্রে শীর্য শিশু ও বৃদ্ধরা| জানা গেছে,গত ১৫ দিন ভ্যাপ্সা গরম শেষে গত সপ্তাহ থেকে গুড়ি বৃষ্টি দমক বাতাস ঠান্ডা অনুভব হওয়ার অনেকেই জ্বরে আক্তান্ত হয়ে পড়েছেন|আদিতমারি উপজেলা নামুড়ী গ্রামে কলেজ ছাত্রী ফেরদৌসি বেগম জানান,তাদের পরিবারে ৫ সদসে্যর সকলেই জ্বর ও পাতলা পায়খানায় ভুগছেন গোটা দুই দিন ধরে|ঔধষ সেবন করে ও কোন সুফল পাচ্ছে না|চিকিৎসকয়া জানান ভাইরাস জ্বর নুন্যতম ৪/৫ দিন লাগবে সেরে উঠতে|লালমনিরহাট পৌরসভার বাসিন্দা সরকারি গাড়ি চালান আজিজুল ইসলাম ইসলাম জানান,টানা তিন ধরে তিনিসহ তার পরিবার জ্বর ভুগেছেন|মাথাসহ পুরো শরীর ব্যাথা করে এবং শরীরে তাপমাত্রা বেড়ে যার|সাথে থাকে সদ্দি ও কাশি|শুধু তার পরিবার নয়|তাদের পাড়ার অনেক বাসায় প্রাদুভার্ব বেড়েছে|