রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কা ন ব্রীজ সংলগ্ন পিতলগঞ্জ, শরিয়তগঞ্জ ও দেবই মৌজা এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ কতৃর্পক্ষ।
বুধবার ২৫ সেপ্টেম্বর বেলা এগারোটা থেকে সংস্থাটির নির্বাহি ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ উচ্ছেদ অভিযান শুরু করে।
বিকেল ৩ টা পর্যন্ত অভিযানে নদী ভরাট কাজে ব্যবহৃত ৬টি ড্রেজারের পাইপ, ২টি সেমিপাকা ভবন, ৭টি বাশের জেটি, ৭টি পাকা দেয়ালসহ ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় জব্দকৃত বালু ১ লাখ ৬ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়।
উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মোঃ শহীদুল্লাহ ও সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ সহ অন্যান্য কর্মকর্তারা।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, উচ্চ আদালতের নির্দেশে নদী অবৈধ দখলমুক্ত অভিযান চলমান রয়েছে। নদী দখলদারদের কাউকে ছাড় দেয়া হবে না।
নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল জানান, মঙ্গলবার মোট ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদী দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে
<p>ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।<br>সহকারী সম্পাদক-নাসরিন আক্তার রুপা।<br>বার্তা সম্পাদক-মোঃ জান্নাত মোল্লা।<br>প্রধান উপদেষ্ঠা: আলহাজ্ব খন্দকার গোলাম মওলা নকশে বন্দী ।<br><br>প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,<br>মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯</p><p>ইমেইল : abhijug@gmail.com ,</p>
Copyright © 2024 Weekly Abhijug. All rights reserved.