পুনম শাহরীয়ার ঋতুঃ প্রিপেইড মিটার ব্যবহারে গ্রাহকদের গ্যাসের খরচ অর্ধেক কমে এসেছে। প্রথমদিকে প্রি পেইড মিটার ব্যবহারে মানুষের আগ্রহ কম থাকলেও এখন তা বাড়ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে গ্যাসের প্রি-পেইড মিটার স্থাপন করা হবে। এতে গ্যাস সাশ্রয়ের পাশাপাশি চুরিও কমবে।
গ্যাসের অপচয় রোধে ২০১৫ সালের জানুয়ারি থেকে রাজধানীতে শুরু হয় গ্যাসের প্রি-পেইড মিটার বাসানোর কাজ। ২০১৮ সালের মধ্যে দুই লাখ মিটার বাসানোর কথা থাকলেও প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় ২০২০ সাল পর্যন্ত।
এরিমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় বসানো হয়েছে এক লাখ ৬৫ হাজার প্রি-পেইড মিটার। দুই চুলার জন্য ৯শ’ ৭৫ টাকা লাগলেও প্রি পেইড মিটার লাগানোর পর তা কমে এসেছে ৫ থেকে ৬শ’ টাকায়।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রি পেইড মিটার স্থাপনে সময় বেশি লাগলেও পুরো রাজধানীকে এর আওতায় আনা হবে। যেসব এলাকায় মিটার স্থাপন করা হয়েছে, সেসব এলাকা থেকে গ্যাস সাশ্রয় হচ্ছে ৪০ থেকে ৪৫ শতাংশ। এতে গ্যাসের অপচয় কমে গেছে বলে জানান প্রকল্প পরিচালক।
রাজধানীর অভিজাত এলাকার চেয়ে ঘনবসতি বা মধ্যবিত্ত শ্রেণীর আবাসিক এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে প্রি-পেইড মিটার স্থাপনে কাজ চলছে বলে জানান তিতাসের এই কর্মকর্তা।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.