আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রাম নগরীতে ২ চালককে কারাদণ্ডাদেশ বিআরটিএ’র নগরীর অক্সিজেন মোড়ে অভিযান চালিয়ে দুই চালককে একমাসের কারাদণ্ড দিয়েছে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ওই দুই বাস চালককে নির্ধারিত গন্তব্যের আগেই গাড়ি ঘুরিয়ে নেয়ার অপরাধে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক। দণ্ডাদেশপ্রাপ্ত দুই চালক হলেন- মো. রুবেল (২৮),এবং মো. জাহাঙ্গীর আলম (৪৫)।
এসএম মঞ্জুরুল হক বলেন, নগরীর একাধিক রুটে নির্দিষ্ট গন্তব্যের আগেই গাড়ি ঘুরিয়ে নেয়ার অভিযোগ ছিল যাত্রীদের। একইসাথে লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে আজ নগরীর অক্সিজেন মোড়ে অভিযান চালানো হয়।
এ সময় দুটি গাড়িকে নির্দিষ্ট গন্তব্যের আগেই গাড়ি ঘুরিয়ে নেয়া ও নিয়মিত চালকের বদলে লাইসেন্সবিহীন বদলি চালককে দিয়ে গাড়ি চালানোর অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, যাত্রীরা ভোগান্তি থেকে মুক্ত না হওয়া ও চালকরা সিস্টেমের মধ্যে না আসা পর্যন্ত বিআরটিএ’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.