Sharing is caring!
সোহাগ সওদাগর ,বরগুনা বিশ্ববিদ্যালয় প্রতিনিদি :
বরগুনার পোটকাখালী নিবাসী মো: সেলিম মাস্টার (৭৫ ) মঙ্গলবার শেষ বিদায় নিলেন দুনিয়া থেকে। তিনি বরগুনার লেমুয়া পি কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।দির্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে দুনিয়া থেকে চলে গেলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নামে পোটকাখালী গ্রামে। এলাকাবাসী তার রোহর মাগফিরাত কামনা করেন এবং দোয়া করেন।।