৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চির- নিদ্রায় সাহিত হলেন বরগুনার আদর্শ শিক্ষক ” সেলিম মাষ্টার “

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০১৯
চির- নিদ্রায় সাহিত হলেন বরগুনার আদর্শ শিক্ষক ” সেলিম মাষ্টার “

Sharing is caring!

সোহাগ সওদাগর ,বরগুনা বিশ্ববিদ্যালয় প্রতিনিদি :

বরগুনার পোটকাখালী নিবাসী মো: সেলিম মাস্টার (৭৫ ) মঙ্গলবার শেষ বিদায় নিলেন দুনিয়া থেকে। তিনি বরগুনার লেমুয়া পি কে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।দির্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে দুনিয়া থেকে চলে গেলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নামে পোটকাখালী গ্রামে। এলাকাবাসী তার রোহর মাগফিরাত কামনা করেন এবং দোয়া করেন।।