Sharing is caring!
নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে পিস্তল ও এক রাউন্ড গুলিসহ সন্ত্রাসী সুমন গ্রেফতার
কে.এইচ.নজরুল ইসলাম,নরসিংদীঃ নরসিংদীতে গোয়েন্দা পুলিশের অভিযানে পৌর শহরের শালিধা মুক্তি চত্বর হতে সন্ত্রাসী সুমন মিয়া(৩০)কে গ্রেফতার করে।রবিবার(২ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রূপম কুমার সরকারের নেতৃতে গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে পৌর শহরের শালিধা এলাকায় একটি পিস্তলও এক রাউন্ড গুলিসহ সন্ত্রাসী সুমনকে গ্রেফতার করে।সুমন পৌর শহরের নাগরিয়াকান্দির এলাকার বিল্লাল মিয়ার পুত্র।জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রূপম কুমার সরকার সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে পৌর শহরের শালিধা এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল এক রাউন্ড গুলিসহ সুমন মিয়াকে গ্রেফতার করি।তার বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মামলা আছে।এই ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে।