Sharing is caring!
রাকিব হোসেন,বিশেষ প্রতিনিধি :ভোলা -বোরহানউদ্দিন এর পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে ২২শে সেপ্টেম্বর, দুপুর ২.৩০ মিনিটে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান,উপস্থিত ছিলেন
পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআজিজুল ইসলাম
সহঃশিক্ষক—এবং সকল শিক্ষক রা
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘বোরহানউদ্দিন ছাত্র ও যুব সমাজকে মাদকমুক্ত করার মিশন হাতে রয়েছে। মাদকমুক্ত ছাত্র ও যুব সমাজ গড়তে বোরহানউদ্দিন উপজেলার সর্বস্তরের জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। তাহলেই খুব শিগগিরই মাদকমুক্ত বোরহানউদ্দিন গড়ার এ মিশন সম্পন্ন করা যাবে।’
তিনি বলেন, ‘বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও জুয়া প্রতিরোধে আমরা কাজ করছি। এ সকল অপরাধ দমনে বর্তমানে পুলিশ অধিক গুরুত্ব দিচ্ছে। তাই সকলকে যার যার স্থান থেকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা বলে উচিত মনে করছি। এ ধরনের অপরাধ দমন করতে বিভিন্ন জায়গায় আমাদের কমিউনিটি পুলিশিং সেবা অব্যাহত রয়েছে।’
তিনি আরো বলেন-কোনো পুলিশ সদস্যও যদি অনিয়ম করে সেখানে তাদের বিরুদ্ধে ও অভিযোগ করতে পারবে সাধারণ জনগন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।