ক্রিকেটারদের সুখবর দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিদেশ সফরে বিরাট কোহলিদেরও দৈনিক খোরাকি তথা ভাতাও বাড়িয়ে দ্বিগুণ করেছে বিসিসিআই।
আগে বিদেশ সফরে প্রতিদিন ১২৫ ডলার তথা ১০ হাজারের চেয়েও কিছু বেশি টাকা পেতেন কোহলিরা। আর কোচিং স্টাফরা পেতেন ২৫০ ডলার তথা প্রায় ২২ হাজার টাকা করে। এখন থেকে বিদেশ সফরে ক্রিকেটাররাও কোচিং স্টাফদের মতো ২৫০ ডলার করে প্রতিদিন ভাতা হিসেবে পাবেন।
দৈনিক খরচের দিক থেকে বাড়তি সুবিধা পেতে যাচ্ছেন কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফের সদস্যরা। আগে প্রতিদিন ২৫০০ রুপি করে দেয়া হতো তাদের, যা এখন বেড়ে দাঁড়াচ্ছে ৭৫০০ রুপি।
ভারতীয় ক্রিকেটারদের দৈনিক ভাতা বাড়ানোর পাশাপাশি বিদেশ সফরে পুরো দলকে বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত করাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ ছাড়া লন্ড্রি থাকা-খাওয়ার সব খরচও বহন করবে বিসিসিআই।
বিদেশ সফরে সাম্প্রতিক ভালো পারফরম্যান্সের কারণে কোহিলদের এমন সুযোগ-সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন কমিটি। সম্প্রতি নয়া দিল্লিতে এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ। প্রকাশ কর্তৃক : এডভানসড প্রিন্টং - ক-১৯/৬, রসুল বাগ, ঢাকা। মহাখালী ঢাকা হতে মুদ্রিত এবং ১৭৮, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৭ হতে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ অফিসঃ ৩৮৯ ডি আই.টি রোড (৫ম তলা) পশ্চিম রামপুরা, ঢাকা ১২১৯ ,মোবাইল: - ০১৮৮৩২২২৩৩৩,০১৭১৮৬৫৫৩৯৯ ইমেইল: abhijug@gmail.com
Copyright © 2025 Weekly Abhijug. All rights reserved.